স্বপ্ন এখন একটাই
-------------------------------
বাতাসে দোলে অতৃপ্ত ঘ্রাণ
কালো মেঘের অন্তরালে
অন্তরঙ্গ আমার প্রাণ
স্বপ্ন এখন একটাই বিয়ে।
আলো আঁধার ঘেরা জীবনে
ফুটবে বিয়ের রঙ্গিন ফুল
এই ভেবে মনটা তীব্রতর বেকুল
স্বপ্ন এখন একটাই বিয়ে।
ভাবতে ভালো লাগে বাসর ঘর
শুনতে ইচ্ছে করে বিয়ের সানাই
খাবো যে দিল্লিকা লাড্ডু
স্বপ্ন এখন একটাই বিয়ে।
-------------------------------
বাতাসে দোলে অতৃপ্ত ঘ্রাণ
কালো মেঘের অন্তরালে
অন্তরঙ্গ আমার প্রাণ
স্বপ্ন এখন একটাই বিয়ে।
আলো আঁধার ঘেরা জীবনে
ফুটবে বিয়ের রঙ্গিন ফুল
এই ভেবে মনটা তীব্রতর বেকুল
স্বপ্ন এখন একটাই বিয়ে।
ভাবতে ভালো লাগে বাসর ঘর
শুনতে ইচ্ছে করে বিয়ের সানাই
খাবো যে দিল্লিকা লাড্ডু
স্বপ্ন এখন একটাই বিয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন